খেলাধুলা

আইপিএল কে সরাসরি ‘না’ করে দিলেন মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম খেলতে আগ্রহ প্রকাশ না করায় এবং নাম নিবন্ধন না করায় বাংলাদেশি বাকি ছয় ক্রিকেটারকে নিলামে তোলা হতে পারে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যতই দিন যাচ্ছে এই টুর্নামেন্টটির জনপ্রিয়তা ততই বেড়ে যাচ্ছে।

২০২০ সালের আইপিএল আসরের জন্য নিলামে উঠছে ২৫৮ জন বিদেশি খেলোয়াড়। এর মধ্যে ৬ জন ক্রিকেটার রয়েছে বাংলাদেশ থেকে। অন্যদিকে মুশফিকুর রহিম আইপিএল খেলতে অনাগ্রহ দেখিয়েছেন এবং নিজের নামও নিবন্ধিত করেননি।

তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ এই ছয়জন আইপিএল খেলার জন্য রাজি হয়েছেন। যার ফলে এই ৬জনের নাম উঠছে আইপিএলের নিলামে।

২০১২ সালে তামিম ইকবালকে পুনে ওয়ারিয়র্স কিনে নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কোন ম্যাচ খেলতে পারেননি তিনি। অন্যদিকে মুস্তাফিজুর রহমান আইপিএল খেলছেন সর্ব মোট তিনবার। অভিজ্ঞতার দিক থেকে মুস্তাফিজুর রহমান অনেকটাই এগিয়ে আছেন বাকি বাংলাদেশি খেলোয়ারদের থেকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button