তথ্য ও প্রযুক্তি

পকেটে স্মার্টফোন রাখলে যে যে ক্ষতি!

বর্তমান সময়ে সবার সবার পকেটে পকেটে মোবাইল ফোন। গুরুত্বপূর্ণ এই গেজেটটি ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না। তবে প্যান্টের পকেটে স্মার্টফোন রাখা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।

যুক্তরাজ্যের এক্সেটর বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বের করেছেন, যেসব পুরুষ সাধারণত তাদের প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখেন তাদের প্রজননের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এক্সেটর বিশ্ববিদ্যালয়ের বায়োসায়েন্সের গবেষক ফিয়োনা ম্যাথিউসের নেতৃত্বে একদল গবেষক ওই গবেষণা করেন।

গবেষকরা বলছেন, মোবাইল থেকে নির্গত হওয়া রেডিও-ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শুক্রাণুর গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

অন্য এক গবেষণায় উঠে এসেছে, স্মার্টফোন থেকে হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়। এতে ক্ষতির আশঙ্কা রয়েছে পুরুষের প্রজননতন্ত্রেরও। এ ধরনের ক্ষতিকর তরঙ্গ শুক্রাণুর ওপর প্রভাব ফেলে এবং শুক্রাণুর ঘনত্ব কমিয়ে দিতে পারে।

এছাড়া মোবাইল ফোনের তরঙ্গে শুক্রাণুর ক্ষতি বিষয়ক অন্য এক গবেষণায় যুক্তরাষ্ট্রের গবেষকেরাও এ ধরনের তথ্য পাওয়ার কথা স্বীকার করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button