বগুড়া সদর উপজেলা

বগুড়ায় উত্তরাঞ্চল প্রধানসহ ৪ জেএমবি আটক

বগুড়া লাইভ ডেস্ক: উত্তারাঞ্চলের জেএমবি প্রধান আতাউর রহমান ওরফে আরাফাতসহ শীর্ষস্থানীয় ৪ জেএমবির সদস্যকে পিস্তল, গুলি-গ্রেনেড ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ আটক করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ এবং পুলিশের এল আই সি বিভাগ। এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়।

শনিবার গভীর রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন আতাউর রহমান আরাফাত  রাজশাহী ও রংপুর বিভাগের দাওয়াতি বিভাগের প্রধান, মিজানুর রহমান বায়তুল মাল প্রধান, জহুরুল ইসলাম গাইবান্ধা জেলার প্রধান, এবং অপর মিজানুর রহমান বগুড়া জেলা প্রধান।

আজ রোববার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া একথা জানান।এসময় তিনি আরো জানান,গোপন সংবাদের ভিত্তিতে তাদের নাশকতার বৈঠক এর খবর পেয়ে আটকের সময় সেখান থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ডগুলি,বিস্ফোরকদ্রব্য এবং বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এছাড়া প্রত্যেককে ১০ দিন করে রিমান্ড নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।

এই বিভাগের অন্য খবর

Back to top button