Uncategorized

বগুড়ায় পালিত হলো গনপ্রকৌশল দিবস-২০১৯

হারুন-উর-রশিদঃ মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লার্নিং বাই ডুয়িং থেকে শিক্ষার ভিত্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ায় পালিত হলো গণপ্রকৌশল দিবস-২০১৯ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি) এর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এ উপলক্ষে আজ সকাল ১০ ঘটিকায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রাণকেন্দ্র সাথমাথা হয়ে থানামোড়, কাঁঠালতলা, ইয়াকুবিয়া মোড় প্রদক্ষিণ করে আবারো জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক জনাব ফয়েজ আহম্মাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন আইডিইবি বগুড়া জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী খলিলুর রহমান। সাধারণ সম্পাদক প্রকৌশলী রাশেদুল ইসলাম,শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button