উপজেলাবগুড়া সদর উপজেলাশিক্ষা

আগামীকাল থেকে শুরু হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা

বগুড়ায় কাল থেকে শুরু হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা

হারুন উর রশিদঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট -(জেডিসি) পরীক্ষা এবছর শুরু হচ্ছে ২ নভেম্বর।
এবার দেশ ব্যাপী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী

জেএসসিতে অংশ নিচ্ছে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন এবং জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৯ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এদিকে বগুড়া সদর উপজেলার মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাদের মধ্যে ৭ টি কেন্দ্রে জেএসসি এবং ২টি কেন্দ্রে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সূত্রে জানা যায়, বগুড়া সদরে জেএসসি পরীক্ষার কেন্দ্র গুলো হলো বগুড়া জিলা স্কুল,
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,
বগুড়া সিটি বালিকা উচ্চ বিদ্যালয়,
ছয়পুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ,
নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজ,
গোকুল টিএন বালিকা উচ্চ বিদ্যালয় , ও
গোকুল টি ইউ উচ্চ বিদ্যালয়।
অপরদিকে জেডিসি পরীক্ষায় মোট ২টি কেন্দ্র হলো বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা ও ঠনঠনিয়া নূরে আলা ফাজিল মাদ্রাসা।

এছাড়া সংরক্ষিত ভেন্যু হিসাবে বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ,
আলোর মেলা কেজি স্কুল,
ও বগুড়া পৌর বাংলা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে আরো জানা যায়, এবছর বগুড়া সদরে মোট ৮ হাজার ৯০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
তাদের মধ্যে ৭ হাজার ৭৬০ জন জেএসসি ১ হাজার ৬৭ জন জেডিসি,এবং ৭৩ জন কারিগরি নবম শ্রেণির পরীক্ষার্থী।

পরীক্ষা নির্বিঘ্নে করতে সকল কেন্দ্রে কড়া নিরাপত্তা জোড়দার করা হয়েছে বলে জানান সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ গোলাম মাহবুব মোর্শেদ।

পরীক্ষা কেন্দ্র গুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর লক্ষে পুলিশ মোতায়েন সহ ১৪৪ ধারা জারি করা থাকবে এবং তার বাস্তবিক প্রয়োগ আদেশ রয়েছে বলে জানান এই শিক্ষা কর্মকর্তা।

এবছর পরীক্ষায় সাতটি বিষয়ে মোট ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা আয়োজন করা হবে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি কেউ এ সময়ের পরে আসে তবে তার কারণ ও যাবতীয় তথ্য লিখিতভাবে দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সেই তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে পাঠাতে হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button