ধুনট উপজেলা

অল্প বয়সে সফল হয়েছেন বগুড়া জেলা ধুনট উপজেলার রেজওয়ান

এম আই নাফিস: বগুড়ার ধুনট উপজেলার রেজওয়ান। ২১ বছর বয়সে দেশের সেরা ক্ষুদ্র উদ্যোক্তার পুরস্কার পান। ৮ম শ্রেণিতে পড়ার সময়েই সিদ্ধান্ত নেন, কৃষিতে ক্যারিয়ার গড়বেন। এসএসসি পাশের পর ২০১৩ সালে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৪ বছর মেয়াদী করেন কৃষি ডিপ্লোমা।

২০১৭ সালে পল্লী উন্নয়ন একাডেমিতে ‘ট্রাইকো জৈব সার’ উৎপাদনের প্রশিক্ষণ নিয়ে শুরু করেন উৎপাদন। শুরুটা মসৃণ ছিলো না। কিন্তু হাল ছাড়েনি রেজওয়ান।সার উৎপাদনের পর তা বিক্রির জন্য প্রত্যন্ত অঞ্চলে কৃষক ও সার ব্যবসায়ীদের কাছে ধর্না দিতে হয়েছে। কিন্তু এখন জৈব সার বিক্রির পাশাপাশি পুকুর ও গরুর খামার থেকে তার মাসিক আয় হয় প্রায় ১ লাখ টাকা।

রেজওয়ান ট্রাইকো-জৈব সার উৎপাদন করে শুধু নিজেকেই সফল করেননি অন্যদের জন্য তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগ। বর্তমানে তার ফার্মে কাজ করছেন ১২ জন নারী -পুরুষ। তরুণ এ উদ্যোক্তাকে প্রযুক্তিগত সহায়তা দেয়ার কথা বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। মাটিতে ট্রাইকো জৈব সার ব্যবহারের ফলে, উপকারী অনুজীবের সংখ্যা বাড়ার পাশাপাশি, মাটির গুণগত মান বাড়ে বলেও জানিয়েছে কৃষি বিভাগ।

এই বিভাগের অন্য খবর

Back to top button