খেলাধুলাগাবতলী উপজেলা
ট্রেন্ডিং

মহিষাবানে হয়ে গেল ২ দিন ব্যাপি নৌকা বাইচ প্রতিযোগীতা

বগুড়ার মহিষাবানে ঐতিহ্যবাহী মহিষাবান দহ তে শুক্রবার ও শনিবার প্রতিদিন বিকেলে অনুষ্ঠিত হয় শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা।

গাবতলী উপজেলার পোড়াদহ ঘাট থেকে নৌকা বাইচ শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার অতিক্রম করে মহিষাবান দহে পৌছায় । প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৮-১০ টি নৌকা অংশ নেয়।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করার জন্য পোড়াদহ থেকে শুরু করে দীর্ঘ প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে হাজার হাজার নারী পুরুষ ভীড় করে। মাঝ নদীতেও মানুষের স্বতঃফুর্ততা। সবাই মেতে ছিল নির্মল আনন্দে।

এই বিভাগের অন্য খবর

Back to top button