বগুড়া সদর উপজেলা

আগাম জাতের আলু চাষে ব্যস্ত বগুড়ার কৃষক

আরিফ শেখ বগুড়া :
আগাম জাতের আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন বগুড়া সদর উপজেলার শাখারিয়ার কৃষকরা। আগাম আলু আবাদে লাভ হওয়ায় কৃষকরা কোমড় বেঁধে নেমে পড়েছেন। সদর উপজেলার উ‍ঁচু জমিতেই বর্তমানে আলু চাষের কাজ চলছে। কেউ জমি তৈরি করছেন, কেউবা শ্রমিক নিয়ে খেতে আলু লাগাচ্ছেন।

উপজেলার শাখারিয়া, শেখেরকোলা, রাজাপুর, লাহিড়ীপাড়া ইউনিয়ন ঘুরে দেখা গেছে জমিতে আলু লাগানোর জন্য ব্যস্ত সময় পার করছেন এই এলাকার কৃষকরা।


৬০ থেকে ৬৫ দিনের মধ্যে আলু খেত থেকে তোলা যায় বলে এ আলু চাষে কৃষকদের আগ্রহ বেশি। বাজারে যার আলু যত আগে উঠবে, তার লাভ তত বেশি হবে। তাই আগে-ভাগেই আলু লাগানোর ধুম ।

আগাম জাতের আলু বিদেশে রপ্তানি করে কৃষকরা আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে সেজন্য সচেতনমহল ও সরকারের সহযোগিতা কামনা করেছেন এই এলাকার কৃষকরা ।

এই বিভাগের অন্য খবর

Back to top button