উপজেলাবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ১২টি পৌরসভার কার্যক্রম বন্ধ ! বাসিন্দারা দুর্ভোগে

বগুড়া পৌরসভাসহ জেলার ১২টি পৌরসভার কার্যক্রম রোববার থেকে বন্ধ। এতে পৌরসভার নাগরিকরা কোনো সেবা পাচ্ছেন না। পৌরসভাগুলোতে এখন তালা ঝুলছে। সেবাগ্রহীতারা এসে ফিরে যাচ্ছেন।

পৌরবাসীরা বলছেন, দিনের পর দিন আন্দোলনের নামে পৌরসভা বন্ধ রেখে পৌরসভার বাসিন্দাদের দুর্ভোগের দিকে ঠেলে দেয়া হয়েছে। পুরো শহর এখন ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এ কেমন আন্দোলন তাদের?

জানা যায়, সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাসহ অন্যান্য দাবিতে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় একটানা অবস্থান কর্মসূচির কারণে বগুড়ার ১২টি পৌরসভায় তালা দেয়া হয়েছে।

শহর ঘুরে দেখা যায়, প্রথম শ্রেণির বগুড়া পৌরসভার প্রধান সড়ক কবি নজরুল ইসলাম রোডের ড্রেনের এতই বেহাল অবস্থা যে দুর্গন্ধে পথচারী, রিকশা ও মোটরগাড়ির আরোহীদের চলতে হয় নাক চেপে। দোকানিরা গন্ধ সয়ে অসুখ-বিসুখে আক্রান্ত। বন্ধ হওয়া ড্রেনের পানি ও বর্জ্য রাস্তায় ভর্তি।


সুত্রঃ লিমন বাসার

এই বিভাগের অন্য খবর

Back to top button