উপজেলাবগুড়া সদর উপজেলা

বৃষ্টিতে জলাবদ্ধতায় বগুড়া, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসির

আষাঢ় মাসের ২০ দিন পর থেকে শুরু হওয়া হওয়া টানা বৃষ্টিতে প্রতিদিন বগুড়ার বিভিন্ন সড়ক সহ শহরের বিভিন্ন অলি গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসিকে। বগুড়ার জামতলা মোড় থেকে সবুজবাগ রোড প্রায় হাটু পানির নিচে তলিয়ে আছে।

এই সড়কে চলাচলকারী তুশার হোসেন বলেন, রাস্তাটি পানির নিচে তলিয়ে যাওয়ায় আমাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। ঠিকভাবে বাসা থেকে বের হতে পারছি না।

আরেক পথচারী বলেন, রাস্তার উপরে পানি ওঠায় যেকোনো প্রয়োজনে বাসা থেকে বের হতে পারছি না সবসময়। বের হলেই হাটু পানি পেরিয়ে এগোতে হচ্ছে। ঠিকভাবে যান চলাচল করতে পারছে না।

এছাড়া শহরের বাদুড়তলা, প্রেসপট্রি, চকসুত্রাপুর, কামাড়াগাড়ি, স্টেশন রোড, হাড্ডিপট্টিসহ বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button