সোনাতলা উপজেলা

আলোর প্রদীপ সংগঠনের ব্যাতিক্রমী মাদকবিরোধী ক্যাম্পেইনের উদ্বোধন

সাজেদুর আবেদিন শান্ত (বগুড়া লাইভ) গতকাল আলোর প্রদীপ সংগঠনের উদ্যাগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসবে স্থানীয় সোনাতলা উপজেলা পরিষদের প্রবেশদ্বার হিসেবে খ্যাত সোনালী ব্যাংক সংলগ্ন মাঠে “আলোর প্রদীপ মাদকবিরোধী ক্যাম্পেইন ২০১৯” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে তথ্য ও প্রকাশনা উপ-কমিটির সভাপতি এস এম সামিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে ক্যাম্পেইন অধিনায়ক মোঃ আরিফুল ইসলাম সঞ্চয় এর হাতে মাদকবিরোধী পতাকা তুলে দিয়ে মাদকবিরোধী ক্যাম্পেইন উদ্বোধন করেন সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। উদ্বোধনী পর্ব শেষে উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান ক্যাম্পেইন অধিনায়ক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অরুণ বিকাশ গোস্বামী, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল,উপজেলা শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, মুক্তাঙ্গণ সাধারণ সম্পাদক মহসীন আলী তাহা, সোনাতলা থিয়েটারের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল,বাঙালি বার্তা সম্পাদক ও দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি প্রভাষক ইকবাল কবির লেমন,সারেগামাপার পরিচালক ছানাউল ইসলাম রিজু, যুদ্ধদলিলের সমন্বয়কারী রাশেদুজ্জামান রণ, আলোর প্রদীপ চেয়ারম্যান এমএম মেহেরুল, সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা উজ্জল হোসেন খোকন, দড়িহাঁসরাজ স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউর রহমান।টিজিএসএস চেয়ারম্যান সাইফুল ইসলাম, সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, যুগ্ম আহ্বায়ক লতিফুল ইসলাম, সোনাতলা প্রি-ক্যাডেট এর পরিচালক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক আখতারুজ্জামান, আলোর প্রদীপের উপ-চেয়ারম্যান বাবলা হোসেন, হিসাবরক্ষক মেহেদী হাসান, সোনাতলা থিয়েটারের সাধারণ সম্পাদক শিমন আহম্মেদ বাদল, সোহেল,সাংবাদিক জাহিনুর ইসলাম, ফয়সাল আহম্মেদ, মিনহাজুল বারী মিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ সোনাতলা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মাহাবুর রহমান, পরিবেশ উন্নয়ন পরিবারের মঈন উদ্দীন অনীক,আল-আমিন তালুকদার, মুক্তার হোসেন,আলোর প্রদীপ সদস্য কাজী পাভেল, সাজেদুর আবেদীন শান্ত, রাজিবুর রহমান শীতল, দি অল্টারনেটিভ ইয়্যুথ ফোরামের এবি রাব্বী, সিয়াম,অদম্য সোনাতলার শাহরিয়ার হাসিব, হুজাইফা, বন্ধু সামাজিক সংগঠনের জাহিদ ও শাকিলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।পরে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারপত্র ও সকলকে ফুলের মতো পবিত্র ও শুভ্র জীবনের প্রতীক হিসেবে একটি করে গাঁদা ফুল বিতরণ করা হয়। পদযাত্রা বিভিন্ন মার্কেট ঘুরে স্থানীয় ১ নং রেলগেইটে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী। অনুষ্ঠান সঞ্চালন করেন আলোর প্রদীপের শিক্ষা সহায়তা উপ-কমিটির সভাপতি রকিবুল হাসান রোকন।

পরে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারপত্র ও সকলকে ফুলের মতো পবিত্র ও শুভ্র জীবনের প্রতীক হিসেবে একটি করে গাঁদা ফুল বিতরণ করা হয়। পদযাত্রা বিভিন্ন মার্কেট ঘুরে স্থানীয় ১ নং রেলগেইটে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী। অনুষ্ঠান সঞ্চালন করেন আলোর প্রদীপের শিক্ষা সহায়তা উপ-কমিটির সভাপতি রকিবুল হাসান রোকন।

এই বিভাগের অন্য খবর

Back to top button