বিনোদনবিশ্বকাপ ২০১৯

বগুড়ার সন্তান আপেল এর নতুন চমক বিশ্বকাপ ২০১৯ নিয়ে

গানপাগল প্রতিভাবান বগুড়ার সন্তান মো আল আমিন ইবনে কবির আপেল ছোটোবেলা থেকেই শিল্পচর্চার মধ্যে নিজেকে যুক্ত করেন যার ফলে পরবর্তীতে আমরা তাকে পাই একজন সঙ্গীতশিল্পী হিসেবে। বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে এই প্রথম বগুড়া থেকে ক্রিকেট নিয়ে গান গাইলেন সংগীত শিল্পী ম্যাক আপেল ।

পুথি গানের সুরে আপেলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পারশা,সম্পৃতা,নুরুল, মাধব ও আরও অনেকে । নিজের কথায় গানটির সুর ও সংগীত করেছেন আপেল নিজেই । গানের তাল তৈরি করা হয়েছে ক্রিকেট খেলার সামগ্রী দিয়ে । ২০১৭ সালে চ্যানেল আই সেরা কন্ঠে টপ ফাইনালিস্ট ছিলেন আপেল। এরপরই আপেল একজন মেধাবী সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন।

আপেল অর্থনীতিতে স্নাতকোত্তর করেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে। নিজের ব্যান্ডদল পাগলা ডট কমে মেইন ভোকালের পাশাপাশি গীটার বাজান তিনি। ফোক গান দিয়ে শুরু করলেও আপেল বর্তমানে সবধরণের আধুনিকগানে পারদর্শী। সম্প্রতি মুক্তি পেয়েছে “চলো মেঘের বাড়ি যাই গানটি ভালোয় সারা পেয়েছেন তিনি। আপেল মনে করেন, এ বার বিশ্বকাপে তার গাওয়া গান সকল শ্রোতাদের মন ভড়াবে।

গানটি পাওয়া যাবে ম্যাক আপেলের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ম্যাক আপেল’- এ।

লেখাঃ রাকিবুল ইসলাম

এই বিভাগের অন্য খবর

Back to top button