শাজাহানপুর উপজেলা

শাহজাহানপুরে পটল চাষ করে সাবলম্বী ২শতাধিক পরিবার

বগুড়ার শাজাহানপুর চোপীনগর ইউনিয়নের ২শতাধিক পরিবার রাসায়নিক ও কীটনাশকের পরিবর্তে পরিবেশবান্ধব ট্রাইকো-কম্পোস্ট ও লিচেট ব্যবহার করে মানব স্বাস্থ্যের জন্য যেমন উপযোগী সবজি ফলাচ্ছেন ঠিক তেমনি নিজেরাও লাভবান ও সাবলম্বী হয়ে উঠছেন।

গত রোববার বৃ-কুষ্টিয়া গ্রামে ট্রাইকো-কম্পোস্ট ও ট্রাইকো লিচেটের ব্যবহার করে পটলের রোগ-বালাই দূরীকরণ সম্পর্কে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এক মাঠ সভা অনুষ্ঠিত হয়।

যেখানে কৃষিবিষয়ক বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের বিভিন্ন কর্মকর্তা, গ্রামীন উন্নয়ন প্রকল্পর নির্বাহী পরিচালক ও কেজিএফ প্রকল্পের কো-ইনভেস্টিগেটর মহোদয় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বগুড়ায় ট্রাইকো-কম্পোস্ট ও ট্রাইকো লিচেট এর উৎপাদন শুরু হয় ২০০৯ সাল হতে এম সি সি বাংলাদেশের সহায়তায়। যা পরিবেশ বান্ধব ও তুলনামূলক অধিক ফলনশীল।

শেখ শানিম হাসান রুদ্র

এই বিভাগের অন্য খবর

Back to top button