প্রয়োজনীয় তথ্য

রাজশাহীর আম বাজারে আসবে ১৫ই মে থেকে

সামনেই উকি দিচ্ছে মধুমাস জ্যৈষ্ঠ। এর মধ্যেই রাজশাহীর বাগানগুলোতে ছড়াতে শুরু করেছে পাকা আমের সুস্বাদু ঘ্রাণ।

তাই রমজান মাসেই গাছপাকা ও কেমিক্যাল মুক্ত আমের আশায় খুশী ক্রেতা ও ভোক্তারা।

জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, ১৫ই মে থেকে বাগানের এসব আম নামানো হবে। রোববার ১২ই মে কৃষিবিদ, ফল গবেষক ও বাগান মালিকদের এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

আগামী ১৫-২৫ মে নামানো হবে সকল প্রকার গুটি ও গোপাল ভোগ আম। এরপর ২৫ মে নামবে রানী,লক্ষণ ভোগ। ২য় ধাপে ২৮ মে নামবে খিরসাপাতি,হিমসাগর। ৩য় ধাপে ৬জুন নামবে ল্যাংরা। ৪র্থ ধাপে নামবে আমরোপলি,ফজলি ও সুরমা ফজলির সকল জাত ওও পঞ্চম ধাপে ১লা জুলাই নামনে আশ্বিনা আম।

এই বিভাগের অন্য খবর

Back to top button