বগুড়া জেলা পরিচিতি

বগুড়া জেলা বোর্ড পরবর্তী বগুড়া জেলা পরিষদ বৃত্তান্ত

অবিভক্ত বঙ্গীয় কাউন্সিলের ১৮৮৫ খ্রিষ্টাব্দের ব্রিটিশ আইনের Bengal Act iii of 1885) ১ মে ১৮৮৭ খ্রিষ্টাব্দে বিধান মতে বগুড়া জেলা বোর্ড প্রতিষ্ঠিত হয়।


বগুড়া জেলা বোর্ড প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকার কর্তৃক মনোনীত ব্যাক্তি জেলা বোর্ডের সদস্য মনোনীত হত। জেলা ম্যাজিস্ট্রেট স্বয়ং বোর্ডের চেয়ারম্যান হতেন।

ম্যাজিস্ট্রেট চেয়ারম্যানদের মধ্য মিঃ পি.এন .এল বাগচীর সময়ে (১৯১৪ খ্রিষ্টাব্দে) সমগ্র বগুড়া জেলায় পানীয় জলের জন্য বিস্তর ইন্দারা (কুপ) খনিত হয় এবং রাস্তাদিরও বহুলাংশে উন্নয়ন হয়।

অত্র বোর্ডে ব্রিটিশ সরকার কর্তৃক মনোনীত ৬ জন সদস্য ও জনসাধারণ কর্তৃক নির্বাচিত ১৮ জন সদস্য নির্বাচিত হন।

এই বোর্ডের সর্বশেষ অফিশিয়াল চেয়ারম্যান মিঃ এ.পি সেন। জেলা বোর্ডের প্রথম বে- সরকারি চেয়ারম্যান মরহুম সৈয়দ রিয়াজ উদ্দিন কাজী এবং প্রথম ভাইস চেয়ারম্যান বাবু ললিত মোহন সান্যাল।

১৯২১ খ্রিষ্টাব্দ হতে বর্তমান সময় পর্যন্ত বগুড়া জেলা বোর্ডের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের তালিকা উপস্থাপন করা হলোঃ

১. চেয়ারম্যান- মরহুম সৈয়দ রিয়াজ উদ্দিন কাজী (২৬.০৫.১৯২১- ০৭.০২-২৪)
ভাইস চেয়ারম্যান- বাবু ললিত মোহন সান্যাল।

২. চেয়ারম্যান- মরহুম আলতাফ আলী চৌধুরী (০৮.০২.১৯২৪- ১৯.০৬-১৯৩৩)
ভাইস চেয়ারম্যান- ডাঃ যোগেন্দ্র চন্দ্র চৌধুরী।

৩. চেয়ারম্যান- মরহুম হাফিজুর রহমা চৌধুরী (২০.০৬.১৯৩৩- ০৮.০৩.১৯৩৭)
ভাইস চেয়ারম্যান (প্রথম)- ডাঃ মফিজ উদ্দিন আহম্মদ।
ভাইস চেয়ারম্যান (দ্বিতীয়)- বাবু নরেশ চন্দ্র তরফদার ।

৪. চেয়ারম্যান- মরহুম মোহাম্মদ আলী চৌধুরী (০৯.০৩.১৯৩৭- ২১.০৬.১৯৪২)
ভাইস চেয়ারম্যান (প্রথম)- মৌলবী নবীর উদ্দিন তালুকদার।
ভাইস চেয়ারম্যান (দ্বিতীয়)- বাবু নরেশ চন্দ্র তরফদার ।

৫. চেয়ারম্যান- মরহুম আলতাফ আলী চৌধুরী। (২২.০৬.১৯৪২- ০৪.০৮-১৯৪৪)
ভাইস চেয়ারম্যান (প্রথম)- ডাঃ হাবিবুর রহমান।
ভাইস চেয়ারম্যান (দ্বিতীয়)- বাবু জিতেন্দ্র নাথ চৌধুরী।

৬. চেয়ারম্যান- মরহুম মোহাম্মদ আলী চৌধুরী (১২.০৬.১৯৪৫- ২৯.০৪.১৯৪৯)
ভাইস চেয়ারম্যান (প্রথম)- ডাঃ হাবিবুর রহমান।
ভাইস চেয়ারম্যান (দ্বিতীয়)- বাবু জিতেন্দ্র নাথ চৌধুরী।

৭. চেয়ারম্যান- মরহুম মৌলবী মোবারক আলী (৩০.০৪.১৯৪৯-০৯.০৪.১৯৫৩)
ভাইস চেয়ারম্যান (প্রথম)- ডাঃ মাহবুবুর রহমান চৌধুরী।
ভাইস চেয়ারম্যান (দ্বিতীয়)- মৌলবী কেরামত আলী।

৮. চেয়ারম্যান- মরহুম ডাঃ হাবিবুর রহমান। (১১.১২.১৯৫৩-৩০.১১.১৯৫৯)
ভাইস চেয়ারম্যান (প্রথম)- মৌলবী ফজলুল বারী।
ভাইস চেয়ারম্যান (দ্বিতীয়)- মৌলবী বয়ান উদ্দিন আহম্মদ।

১৯৫৯ খ্রিষ্টাব্দে একটি প্রজ্ঞাপন জারীর মাধ্যমে জেলার দায়িত্বপ্রাপ্ত কালেক্টরদের জেলা বোর্ড চেয়ারম্যান করে দায়িত্ব অর্পিত হয়।

৯. চেয়ারম্যান- এ.এন. এম শহিদুল আলম (জয়েন কালেক্টর)- ১.১২.৫৯-৩০.০৬.১৯৬০।

১০. চেয়ারম্যান- এ.এম ফজলুর রহমান (কালেক্টর) ১.১২.৫৯-৩০.০৬.১৯৬০।

১৯৬০ খ্রিষ্টাব্দে অপর একটি প্রজ্ঞাপন জারীর মাধ্যমে জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী কালেক্টর বিলুপ্ত করে জেলা প্রশাসক নামে নামকরণ করা হয় হয়। উক্ত প্রজ্ঞাপনের মাধ্যমে “জেলা প্রশাসক”গণ জেলা বোর্ডের চেয়ারম্যান হিসেবে ক্ষমতা প্রাপ্ত হন।
উক্ত প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশে জেলা সমুহের
প্রশাসকবৃন্দ “জেলা প্রশাসক” হিসেবে জেলা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

১১. এস এ. রাজা (১৫.০৮.১৯৬০-১০.০৭.১৯৬১)
১২. কে.এম.এস রহমান (২৫.০৭.১৯৬১-০২.০১.১৯৬২)
১৩. মাফতুল্লাহ আহম্মদ (১৫.০১.১৯৬২-১৯.০৪.১৯৬৩)
১৪. এস.এম ওবাইদুল্লাহ (২৮.০৪.১৯৬৩-২১.০৮.১৯৬৫)
১৫. হাসানুজ্জামান (২১.০৮.১৯৬৫-০৬.০৮.১৯৬৬)
১৬. লতিফুল বারী (০৬.০৮.১৯৬৬-০৬.০৭.১৯৬৭)
১৭. এম মনিরুজ্জামান (০৬.০৭.১৯৬৭-২১.০৬.১৯৬৮)
১৮. ইজহারুল ফয়েজ (২১.০৬.১৯৬৮-২৭.০৭.১৯৬৮)
১৯. আব্দুল হাকিম (২৭.০৭.১৯৬৮-০৯.১২.১৯৬৮)
২০. নুরুজ্জামান (০৯.১২.১৯৬৮-১৬.১০.১৯৬৯)
২১. খানে আলম খান (১৬.১০.১৯৬৯-০৫.০৭.১৯৭১)
২২. মুঞ্জুরুল করিম (২৪.০৭.১৯৭১-২৩.১২.১৯৭১)
২৩. আঃ লতিফ ভুঁইয়া (২৪.১২.১৯৭১-২৩.০১.১৯৭২)
২৪. আঃ লতিফ ভুঁইয়া (২৪.০১.১৯৭২-১০.০২.১৯৭২)
২৫. আতাউল হক (১১.০২.১৯৭২-০৮.০৩.১৯৭২)
২৬. শফিউল মজুমদার (০৯.০৩.১৯৭২-২৫.০৪.১৯৭২)
২৭. আজিজুল হক (২৬.০৪.১৯৭২-০৮.০৫.১৯৭৩)
২৮. আব্দুল হাই (২৩.০৫.১৯৭৩-০৯.০১.১৯৭৪)
২৯. কাজী মুঞ্জুর-ই মাওলা (৯.১.১৯৭৪-২০.০৭.১৯৭৫)
৩০. এম এ রকিব (২০.০৭.১৯৭৫-১৬.০৮.১৯৭৫)
৩১. কাজী মুঞ্জুর-ই মাওলা (১৬.৮.৭৫-১৬.১০.১৯৭৫)
৩২. আমিন মিয়া চৌধুরী (১৬.১০.১৯৭৫-০৫.০৩.১৯৭৮)
৩৩. নুরুল হোসেন চৌধুরী (৫.০৩.১৯৭৮-২৯.০৪.১৯৭৮)
৩৪. শহিদুল আলম (২৯.০৪.১৯৭৮-২৫.০৫.১৯৭৮)
৩৫. শহিদুল হক আলম (২৩.০৫.১৯৭৮-২৩.১০.১৯৭৯)
৩৬. আমিন উদ্দিন (২৩.০৬.১৯৮২-০৬.০২.১৯৮৫)
৩৭. পারভেজ মজুমদার(২৩.০৬.১৯৮২-০৬.০২.১৯৮৫)
৩৮. শাখাওয়াত হোসেন (০৬.০২.১৯৮৫-২৪.১২.১৯৮৭)
৩৯. আমিনুল ইসলাম (২৫.১২.১৯৮৭-১২.১০.১৯৮৮)

চলমান ………..

writer: Golam Zakaria Kanak

এই বিভাগের অন্য খবর

Back to top button