টিএমএসএস

বগুড়ায় টিএমএসএসের সঙ্গে এনসিসি ব্যাংকের কর্মশালা

বগুড়ায় গত শনিবার টিএমএসএসের সঙ্গে এনসিসি ব্যাংক ও ট্রান্সফাস্টের ফরেন রেমিট্যান্স এবং অ্যানুয়েল বিজনেস প্লানিংবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশি ১ কোটি ২৬ লাখ রেমিট্যান্স রয়েছে। যারা বৈদেশিক মুদ্রা বাংলাদেশে প্রেরণ করে। কিন্তু ফিলিপাইনের ৬২ লাখ রেমিট্যান্স হওয়া সত্ত্বেও তারা বাংলাদেশের তুলনায় বেশি বৈদেশিক মুদ্রা দেশে পাঠায়।

টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-১ মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম, ট্রান্সফাস্টের কান্ট্রি ডিরেক্টর মো. খাইরুজ্জামান, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, হেড অব অপারেশন মোহাম্মদ এইচ কাফি, হেড অব রেমিট্যান্স মো. মাহফুজুর রহমান, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ ডা. মো. মতিউর রহমান প্রমুখ।

বিজ্ঞপ্তি

এই বিভাগের অন্য খবর

Back to top button