প্রয়োজনীয় তথ্যবগুড়া সদর উপজেলাবগুড়ায় থাকারেষ্ট হাউজ

সার্কিট হাউজঃ বগুড়া – সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন

বগুড়া সদর উপজেলাধীন নওয়াব বাড়ি সংলগ্ন সার্কিট হাউজের পশ্চিম পাশে বগুড়া জেলা স্কুল, পূর্ব পাশে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ পাশে বগুড়া জজ এবং উত্তর পাশে পৌর খোকন পার্ক অবস্থিত ।

সার্কিট হাউস প্রতিষ্ঠার পটভূমিঃ আইন পরিভাষা অনুযায়ী সার্কিট হচ্ছে একটি অ্যাপিলেট জুডিশিয়াল জেলা, যা বিভিন্ন দেশের বিচার ব্যবস্থায় রয়েছে । বৃটিশ শাসন আমলে বিচারকগন একটি নির্দিষ্ট পথ অনুসরন করে বিভিন্ন জেলায় গিয়ে বিচার কার্য করতেন । তারা যে স্থানে বিচারকার্য সম্পাদনা করতেন সেটাই সার্কিট হাউজ।

সার্কিট হাউস বর্তমানে জেলা সফরে আগত রাষ্ট্রীয় অতিথি, ভিভিআইপি ও ভিআইপি কর্মকর্তাগনের সফরকালীন অবস্থানের সময় আবাসন হিসেবে ব্যবহৃত হয়। সার্কিট হাউস ব্যবস্থাপনার দায়িত্ব জেলা প্রশাসকের উপর ন্যাস্ত । প্রটোকল নাজির সার্কিট হাউসের কেয়ারটেকার হিসেবে কাজ করেন।

সরকারী, আধাসরকারী স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তাকে warrant of precedence এর ভিত্তিতে কক্ষ বরাদ্দ দেয়া হয়। এছাড়া মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/জাতীয় সংসদের চীপ হুইপ, সংসদ সদস্যবৃন্দ অর্থাৎ জেলার সকল ভিআইপি অতিথি সার্কিট হাউসে অবস্থান করেন।

সার্কিট হাউজের বিবরণ:
ভিআইপি কক্ষ (করতোয়া)- কক্ষের সংখ্যা -১২টি
এসি কক্ষ- ৭টি
নন-এসি কক্ষ- ৫টি
সভাকক্ষ- ২টি (এসি ১টি নন এসি-১টি)
রান্নাঘর- ১টি
ড্রাইভার সেড- ১টি (২বেড বিশিষ্ট ৪টি কক্ষ)
গাড়ি গ্যারেজ- ১টি
ডাইনিং কক্ষ- ১টি

সার্কিট হাউজ ভাড়াঃ (প্রযোজ্য ক্ষেত্রে)
১. এক শয্যাবিশিষ্ট একটি কক্ষ
২.দুই শয্যাবিশিষ্ট কক্ষ

ক) সরকারি কর্মকর্তা /অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা :
১-৩ দিন পর্যন্ত- ৬০/-
৪-৭ দিন পর্যন্ত- ১০০/-
৭-দিনের উর্দ্ধে -২০০/-

খ) সংশ্লিষ্ট সংস্থা/সেক্টর/কর্পোরেশন /স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা:
১-৩ দিন পর্যন্ত- ৭০/-
৪-৭দিন পর্যন্ত- ১১০/-
৭দিনের উর্দ্ধে- ২২০/-

গ) বেসরকারি ব্যক্তিবর্গ / কর্মকর্তা:
১-৩ দিন পর্যন্ত- ২০০/-
৪-৭দিন পর্যন্ত- ৪০০/-

এই বিভাগের অন্য খবর

Back to top button