কাহালু উপজেলা

বগুড়ার কাহালুতে অভ্যন্তরীন আমন চাল সংগ্রহের উদ্বোধন

গল্প হাইলাইট
  • খাদ্য

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া লাইভ): চলতি মৌসুমে বগুড়ার কাহালু উপজেলায় কোন প্রকার রোগ বালাইয়ের আক্রমন না থাকা এবং আবহওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলনের পর সরকারী ভাবে চাল ক্রয় করায় খানিকটা লাভের আশা দেখছেন স্থানীয় কৃষক ও মিলাররা। সেই প্রেক্ষিতে বগুড়ার কাহালুতে অভ্যন্তরীন আমন সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার আরাফাত রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কাহালু পৌসভার মেয়ার হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল উসলাম, কাহালু সদর ইউপি চেয়ারম্যান পিএম বেলাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোশ কুমার, কাহালু খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা সহ আরোও অন্যান্যরা। কাহালু এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) খাদ্য গুদাম প্রায় ২০০ জন মিলারের সাথে চুক্তি করেছে। গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই চাল সংগ্রহ ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৮ ডিসেম্বর সময় পর্যন্ত চলবে। কাহালু খাদ্য গোডাউনটির ধারণ ক্ষমতা ৩ হাজার মেট্রিকটন থাকলেও এ মৌসুমে ২৬১৭ মেট্রিক টন আমন ধান সরকারী ভাবে ক্রয় করার জন্য বরাদ্দ পায়। দেশের কোথাও যেন খাদ্য ঘাটতি না হয় এবং বাজারের মূল যেন নিয়ন্ত্রণে থাকে সে জন্য প্রতিবছর বাংলাদেশ সরকার এ চাল সংগ্রহ করে থাকেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button