খেলাধুলা

মুশফিক ভাই খেলবেন : সাকিব আল হাসান

মুশফিকুর রহিম অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিলো ঢাকা টেস্টে হয়তো খেলবে না

কিন্তু সেই গুঞ্জনটা গুঞ্জনই রয়ে গেল। কেননা দুপুরে দলের অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন তার জানামতে মুশফিক ঢাকা টেস্টে খেলছেন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে একথা জানান তিনি।

সাকিব আল হাসান বলেন, ‘ব্যাকআপ হিসেবে লিটনকে রাখা হচ্ছে। কারণ যদি মুশফিক ভাইর ব্যথাটা বাড়ে, ফোলা থাকে, ওইরকম কোনো অসুবিধা হয়। তাহলে যাতে করে আমাদের ব্যাকআপ প্ল্যানটা থাকে সে কারণেই লিটনকে আনা। কিন্তু এখন পর্যন্ত যতটুকু আমি জানি যে মুশফিক ভাই খেলবে এবং দুটোই করতে পারবে।’

বুধবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় হাতের আঙুলে ব্যাথা পান মুশফিক।  জানা গেছে, ফিল্ডিং অনুশীলনের পর ইনডোরে ব্যাটিং করতে যান টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সে সময় একটি বল তার হাতে আঘাত করলে, আঙুলে ব্যাথা পান তিনি। পরে আর ব্যাটিং না করে ড্রেসিং রুমে ফিরে যান মুশফিক।

এরপর এক্সরে করা হয়। কিন্তু এক্সরেতে কোনো চিড় ধরা পড়েনি। তবে রাতে আঙুলে তিনি ব্যথা অনুভব করেন। বিষয়টি বিসিবিকে জানালে বগুড়া থেকে লিটন দাসকে ডেকে আনা হয়। সেখানে তিনি মধ্যাঞ্চলের হয়ে খেলছিলেন।

সুত্রঃ PNS NEWS

এই বিভাগের অন্য খবর

Back to top button