শিবগঞ্জ উপজেলা

শিবগঞ্জ এ শুরু হচ্ছে খানা তথ্য ভান্ডার শুমারী

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের উদ্যোগে আসছে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর ২০১৮ইং পর্যন্ত শিবগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের প্রত্যেক পাড়া- মহল্লায় গিয়ে আর্থ-সামাজিক ও জনমিতিক তথ্য সংগ্রহ করে একটি জাতীয় তথ্য ভান্ডার তৈরি করা হবে।
 
খানা বলতে যা বুঝায়:
যারা এক পাকে খান এবং একসঙ্গে বসবাস করে, সাধারণত তাদেরকে নিয়ে একটি খানা গঠিত হয়।
 
শুমারির লক্ষ্য ও উদ্দেশ্য:
১। এ তথ্যভান্ডার দেশের খানাভিত্তিক আর্থ-সামাজিকচিত্র ও উন্নয়ন অগ্রগতি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে সহায়তা করবে       যা বিভিন্ন কর্মসূচি গ্রহণে প্রয়োজনীয় সহায়ক তথ্য হিসেবে ব্যবহৃত হবে।
২। বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক গৃহিত সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো যথাযথ ভাবে বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র দুরিকরণে           গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সহায়ক হিসাবে এ তথ্য ভান্ডার ব্যবহৃত হবে।
৩। সরকারের অন্যান্য সেবাসমূহ দ্রুত জনগণের দোর-গোড়ায় পৌঁছে দেবার ক্ষেত্রে এ তথ্যভান্ডার নির্ভরযোগ্য উৎস               হিসাবে কাজ করবে।
 
যে সকল কাগজপত্র দেখাতে হবে:
তথ্য প্রদানের সময় তথ্য সংগ্রহকারীকে জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ দেখাতে হবে। তাই আপনার খানার সকল সদস্যের জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ হাতের কাছেই রাখুন।
মনে রাখবেন, সরকারি তথ্য-ভান্ডারে আপনার খানা’র সঠিক তথ্য সংরক্ষিত রাখার এই বিশেষ সুযোগ।
 
তাই অত্র উপজেলার বসবাসরত সকল স্থায়ী ও অস্থায়ী নাগরিকদের বিশেষভাবে অনুরোধ যে,
১। তথ্য-সংগ্রহকারী যে সকল তথ্য জানতে চাইবেন তা সঠিক ও নির্ভূল ভাবে প্রদান করবেন।
২। জনগণের কল্যাণে নিবেদিত সরকারের এই উদ্যোগকে সহায়তা করবেন।
৩। নিজে তথ্য দেয়ার পাশাপাশি অন্যকে উৎসাহিত করবেন।
৪। তথ্য সংগ্রহকারীকে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সদন অবশ্যই দেখাতে হইবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button