বগুড়া সদর উপজেলা

হিজড়া ও বেদেদের জীবনমান উন্নয়নে বগুড়ায় প্রশিক্ষণ শুরু

বগুড়া লাইভ: হিজড়া ও বেদেসহ অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে বগুড়ায় শুরু হয়েছে ৫০ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি।বৃহস্পতিবার­ সকাল ১০ টায় বগুড়া শহরের বারপুরে বগুড়ার সামাজিক প্রতিবন্ধি মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে এ কর্মসূচি শুরু হয়েছে। এতে ১শ জন প্রশিক্ষণ গ্রহণ করছে।

কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক সহিদুল ইসলাম খাঁন। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন।

সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক সহিদুল ইসলাম খাঁন জানান, হিজড়া ও বেদেসহ অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপি প্রশিক্ষণে ১শ জন অংশ নিচ্ছে।  প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পাবে যা বাস্তব জীবনে কাজে লাগবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button